Thursday 11 August 2016

কিভাবে সঙ্গম করলে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট হবেনা

কিভাবে সঙ্গম করলে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট হবেনা? স্বাস্থ্যহীনতার সাথে বীর্যপাতের সম্পর্ক কি?


প্রশ্ন ১ঃ আমি আমার gf এর সাথে sex করতে চাই। এখন আমার প্রশ্ন হচ্ছে কি ভাবে sex করলে আমার gf প্রেগন্যান্ট হবে না। Condom বা pill ব্যবহার করলে হবে? নাকি আরো কিছু করতে হবে?

উঃ প্রথমে যেটা দেখতে হবে সেটা হল আপনাদের বয়স। নিরাপদ সেক্স করার জন্য দুজনেরই প্রাপ্তবয়ঃষ্ক হওয়া প্রয়োজন। দ্বিতীয়ত দেখতে হবে দুজনেরই সেক্স করার ইচ্ছে আছে তো! কেবল আপনার ইচ্ছে হলে চলবে না, আপনার গার্লফ্রেন্ডেরও ইচ্ছে থাকা চাই। এরপর ভাবতে হবে সঙ্গমের পর আপনাদের দুজনের মনে অপরাধবোধ জাগবে নাতো? যদি এইসব ভেবে নিয়ে দেখেন সঙ্গম করা উচিৎ, তবে প্রেগন্যান্সির হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই কনডম ব্যবহার করুন। পিলের ভরসায় থাকবেন না। অযাচিত গর্ভ ও যৌনরোগের হাত থেকে বাঁচতে সবথেকে নির্ভরযোগ্য হল কনডম। শুভেচ্ছা রইল।

প্রশ্ন ২ঃ শরীরের ব্যলান্স ঠিক থাকে না, মাথা ঘোরে সব সময়। পস্রাবের সাথে বীর্য নির্গত হয়, হস্তমৈথুনের অভ্যাস আছে! কি করতে পারি এখন?

উঃ ডাক্তার দেখান, আপনার শরীর দূর্বল। হয়তো বা আপনার রক্তে হিমোগ্লোবিন কম। তবে এর সাথে হস্তমৈথুনের কোন সম্পর্ক নেই। আপনাকে রোজ ভাল করে সুষম আহার করতে হবে। লক্ষ্য রাখবেন খাবারে যেন সঠিক মাত্রায় প্রোটিন, ফ্যাট, শর্করা ও ভিটামিন, খনিজ ইত্যাদি থাকে। রোজ মাছ, ডিম ও সবুজ শাক-সব্জি খান। কোন ভাল মেডিসিনের ডাক্তারের সাথে পরামর্শ করুন। প্রস্রাবের সাথে সত্যিই বীর্য নির্গত হয় কিনা সেটা পরীক্ষা করে দেখুন। যৌন উত্তেজনার পর প্রস্রাবের সাথে পিচ্ছিল চটচটে স্বচ্ছ একরকম রস বের হওয়া খুব স্বাভাবিক ঘটনা। ওই রস বীর্য নয়। ওই রস বের হওয়া চিন্তার বিষয় নয়। অনেকসময় বীর্যপাতের সময়কার বীর্য মূত্রনালীতে আটকে থাকে। পরবর্তিতে প্রস্রাবের সময় ওই বীর্য মূত্রের সাথে বের হয়। এটাও চিন্তার কোন বিষয় নয়। সপ্তাহে দু-তিনবার হস্তমৈথুনের ফলে কোন শারীরিক বা মানসিক ক্ষতি সাধারণত হয়না। কাজেই হস্তমৈথুন নিয়ে অযথা দুঃশ্চিন্তা করবেন না। আপনার শারীরিক দূর্বলতার অপর কোন কারণ রয়েছে। সেটা মেডিসিনের ডাক্তারের (MD) সাথে পরামর্শ করে উপযুক্ত পরীক্ষার মাধ্যমে খুঁজে বের করুন ও সঠিক চিকিৎসা করান। অতিরিক্ত হস্তমৈথুনের হাত থেকে নিষ্কৃতি পেতে নিজেকে কোন সৃষ্টিশীল কাজে বা অন্য কোন কাজে ব্যস্ত রাখুন।

প্রশ্ন ৩ঃ স্বাস্থ্যহীনতার সাথে কি বীর্যপাতের কোন সম্পর্ক আছে? আমার প্রশ্ন হল অতিরিক্ত বীর্যপাত ঘটলে কি হয়? এর অপকার কি?

প্রশ্ন ৪ঃ আমার বয়স 16 বছর। দিনে 4-5 বার বীর্যপাত হয়। অতিরিক্ত বীর্যপাত করা কী ঠিক? পরে কী অসুবিধে হতে পারে?

উঃ কোন সম্পর্ক নেই। বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে স্বাস্থ্যহীনতার সাথে বীর্যপাতের কোন সম্পর্ক নেই। আপনি নিজে থেকে বীর্যপাত না করলে স্বতঃস্ফূর্ত ভাবেই বীর্য বের হয়ে যেত বা বীর্য পুণরায় শরীরে শোষিত হত। শরীরে শোষিত হোক বা শরীর থেকে বের হয়ে যাক, বীর্যের পরিমাণ এতই কম হয় যে ওইটুক পদার্থ শরীর থেকে বেরিয়ে গেলেও তাতে শরীরের কোন ক্ষতি হয়না। সমূদ্রে এক বালটি জল ফেলেলে বা তুলে নিলে যেমন সমূদ্রে জলের পরিমাণে কোন হেরফের হয়না, এটাও তেমনি। প্রাচীনকালে বা মধ্যযুগে মনে করা হত বীর্য শরীরের শ্রেষ্ঠ পদার্থ দিয়ে গঠিত এবং অহেতুক বীর্যস্খলন শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আধুনিক পরীক্ষায় জানা গেছে শরীরের অন্যন্য সকল রসের মত বীর্যও মূলত কিছু পরিমাণ প্রোটিন, ফ্যাট, শর্করা, খনিজ ও জীবন্ত কোষের সমষ্টি। একবার বীর্যস্খলনে যে পরিমাণ পদার্থ শরীর থেকে বের হয় তার পৌষ্টিক গুণ নিতান্তই নগন্য। কাজেই অতিরিক্ত বীর্যপাতে শরীরের বিশেষ কোন ক্ষতি হয়না। কিন্তু অতিরির্ক্ত হস্তমৈথুন ক্ষতিকারক হতে পারে। এর ফলে হস্তমৈথুন করা অভ্যাসে পরিণত হবে। লিঙ্গের সংবেদনশীলতা কমে গিয়ে যৌন আনন্দ হ্রাস পেতে পারে এবং শীঘ্রপতনের সমস্যা হতে পারে।

1 comment:

  1. Casino Bonus codes and free spins no deposit 2021 - The
    Get exclusive casino bonus codes 포커 and Air jordan 17 retro free spins no deposit 출장마사지 2021. Compare 2021's Best Casino Bonus Codes & get the Best Free Spins No Deposit 슬롯 Bonus 제이티엠허브출장안마 2021

    ReplyDelete